শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ১০ : ০২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের নতুন ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে তাঁকে। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এ ছবিতে তাঁরা থাকবেন বৌদি ও ননদের ভূমিকায়। তবে জানেন কি, এ ছবি হতে চলেছে গা ছমছমে ভয়ের? অর্থাৎ সহজ কথায় ভূতের ছবি!
ছবির নাম ‘বাৎসরিক’। বাংলা নববর্ষের প্রথম দিনেই মুক্তি পেল ‘বাৎসরিক’-এর প্রথম পোস্টার। আর সেই পোস্টারে গা ছমছমে আলতো শিরশিরানির সঙ্গে উঁকি দিচ্ছে রহস্য। খানিক আতঙ্ক-ও। ছবিতে দেখা যাচ্ছে, একটি টেবিলের উপর দাঁড় করানো কাচের ফটো ফ্রেম। তাতে রজনীগন্ধার মালা জড়ানো। মৃত ব্যক্তিদের ছবিতে যেমন থাকে। সামনে রাখা ধূপদানিতে রাখা একগুচ্ছ জ্বলন্ত ধূপকাঠি থেকে পাক খেয়ে উপরে উঠছে ধোঁয়া। ধূপদানির সামনে রাখা রয়েছে সাদা কাগজ এবং একটি পেন। ওদিকে, ফটো ফ্রেমের মধ্যে নেই কোনও ছবি, আর কাচটাও ফাটা! ছবির অন্যপাশে আলগোছে রাখা বেশ কয়েকটি বই। আয়তনে বেশ নধর। তার পাশে দাঁড় করানো একটি প্রদীপদানিতে জ্বলছে নিভু নিভু একটি প্রদীপ। একটু খেয়াল করলেই দেখা যাবে, প্রদীপদানির ঠিক নীচেই জমাট বেঁধে রয়েছে বেশ খানিকটা রক্ত! তাহলে কি এই পোস্টার ইঙ্গিত দিচ্ছে প্ল্যানচেটের? তাই-ই যদি হবে তাহলে টেবিলের উপর চাপ-চাপ রক্ত কেন?
প্রসঙ্গত, নিজের অভিনয়ের কেরিয়ারে ভূতুড়ে ছবি নিয়ে খুব বেশি নাড়াচাড়া করেননি শতাব্দী। ছবির পরিচালকের ক্ষেত্রেও প্রায় একই কথা খাটে। তবে ভূত মানেই কি শুধু গা ছমেছমে ভয়? হিমশীতল আতঙ্ক? মজা-ও থাকতে পারে। মৈনাকের ছবিতে কিন্তু শেষের উপাদানটিও মজুত রয়েছে। এর সঙ্গে খানিক জুড়েছে একেবারে তাঁর ঘরানার রসবোধ। অর্থাৎ নীচু তারে বাঁধা জমাট হাসির বোমা।
সূত্রের খবর, ‘বাৎসরিক’ ছবিতে নাকি প্ল্যানচেট, ভূতে ভর করার একটা বিষয় রয়েছে। আর সেখানেই ভয়ের সঙ্গে হাত ধরাধরি করে লুকিয়ে মজা। অর্থাৎ ‘ভূত’ যদি কোনও ব্যক্তির উপর ‘ভর’ করে এবং সেই ‘ভূতে পাওয়া’ ব্যক্তি যদি অন্য কোনও ব্যক্তিকে মারে কিংবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে দিনের শেষে তো আর লড়াইটা ভূতের সঙ্গে হচ্ছে না, হচ্ছে দু’টি মানুষের-ই মধ্যে। অর্থাৎ, একভাবে দেখতে গেলে ‘ভূত’ লড়াই লাগিয়ে দিচ্ছে দু’জন জীবিত ব্যক্তির মধ্যে। তাহলে কি ‘বাৎসরিক’-এ শতাব্দী-ঋতাভরীর ‘লড়াই’ দেখা যাবে? তাঁদের মধ্যে ‘চুলোচুলি’ বাঁধিয়ে দেবে কোনও দুষ্টু ভূত? না কি শতাব্দী এই ছবিতে রয়েছেন ‘ভূত’-এর চরিত্রে?
পরিচালক মৈনাক ভৌমিককে এ বিষয়ে জানতে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। প্রশ্ন শুনে অন্য প্রান্ত থেকে ভেসে এল ইঙ্গিতপূর্ণ হাসি। সঙ্গে অল্প কথায় জবাব, “এখনই এসব নিয়ে কিছু বলতে চাইছি না। অল্প রহস্য না হয়ে থাক। তবে এটুকু বলতে পারি, ‘বাৎসরিক’-এ ভূতের ভয় আছে, খানিক মজাও আছে। আবার চুলোচুলি-ও আছে।”
আগামী ৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘বাৎসরিক’।
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?